মোঃ জহিরুল ইসলাম বাবলু (ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি):
সিলেটের ফেঞ্চুগঞ্জে জাতীয় মানবাধিকার সোসাইটির ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় ফেঞ্চুগঞ্জে হাজী মোঃ মল্লিক উদ্দিনের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফেন্সিগঞ্জ উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় কমিটি গঠন ও পরবর্তী বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় মানবাধিকার সোসাইটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সদস্য হাজী মোঃ মল্লিক উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সামাদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আমির হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মাসুদ রানা কাজল, সাংবাদিক মোঃ আব্দুল খালিক, সাংবাদিক আব্দুল মোমিন, মিনহাজ উদ্দিন, মোঃ মুহিব উদ্দিন প্রমুখ।
Leave a Reply