মোঃ আকছেদ আলী (বিশেষ প্রতিনিধি):
বুধবার (১লা নভেম্বর) কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা র্যালি ও চেক বিতরণ করা হয়।
সকাল ১১টায় কালিয়াকৈর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জাতীয় যুব দিবসের উদ্বোধন ঘোষণা করেন।
সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, আজকের যুব সমাজ দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক ডি এম এরশাদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহমতুল্লাহ, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক (চলতি) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, বোয়ালী ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এম মাহবুব হাসান মেহেদী প্রমুখ। আলোচনা শেষে যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদ, ক্রীড়া সামগ্রী ও সফল সংগঠকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply