মোঃ উমর ফারুক:
আজ ২৮অক্টোবর কবি, তাত্ত্বিক, শেখর সন্ধানী লেখক, কিংবদন্তি মানবাধিকার সংগঠক, প্রফেসর মু, নজরুল ইসলাম তামিজীর স্যারের শুভ জন্মদিন পালিত হল, তার এই জন্মদিনে “ডেইলি নিউজ” পরিবারের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা ও ভালবাসা।
প্রফেসর মু, নজরুল ইসলাম তামিজীর স্যার জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আমজনতা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। স্যারের সাংবাদিকতা জীবনে দৈনিক ভোরের কাগজ এ শিক্ষানবীশ হিসেবে সাংবাদিকতা শুরু। এরপর দৈনিক রূপসী বাংলা, সাপ্তাহিক রঙধনু (বার্তা সম্পাদক), দৈনিক গণকন্ঠ (সহযোগী সম্পাদক), দৈনিক বাংলা (নির্বাহী সম্পাদক), দৈনিক আজাদ বাণী (নির্বাহী সম্পাদক), দৈনিক মুক্তির লড়াই (প্রধান সম্পাদক), দৈনিক আমাদের সময় এ গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে নতুন সাংবাদিক সৃষ্টিতে, হাতে কলমে শিক্ষাদানে ব্যাপক প্রশংসিত তিনি । তার অধঃস্তন অনেক সাংবাদিক এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নেতৃত্ব দিয়েছেন লেখক সাংবাদিক ঐক্য ফাউন্ডেশন, জাতীয় সাংবাদিক সংস্থা ও ন্যাশনাল জার্নালিস্ট এলায়েন্স এ। দৈনিক মুক্তির লড়াই পত্রিকার প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানে ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’-এর উপদেষ্টা সম্পাদক। নতুন সৃষ্টি ও পরিকল্পনায় তাঁর আনন্দ । জীবনের বড় সাফল্য প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় অনেক সাংবাদিক গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যারা তাঁর হাত ধরে এ পেশায় এসেছেন। স্যারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশের খ্যাতিমান লেখক সাংবাদিক রাজনীতিবিদ আইনজীবী বিচারপতি সহ অসংখ্য গুনগ্রাহী।
Leave a Reply