মোঃ ফরিদ হাসান:
গাজীপুরের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন র্যাব-১ এর অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, বিএসপি, পিপিএম, পিএসসি।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় জয়দেবপুরের শিববাড়ী শ্রীশ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এছাড়াও, উপস্থিত ছিলেন গাজীপুর র্যাব কমান্ডার মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএম (সেবা)।
র্যাব অধিনায়ক বলেন কোন জঙ্গি সংগঠন, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য র্যাব-১ এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র্যাব সদস্যরা বিভিন্ন পূজা মন্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব-১ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে। নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র্যাব-১ কতৃক ধারাবাহিক চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
“ধর্ম যার যার উৎসব সবার” এই লক্ষ্যে সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহাদ পূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে গাজীপুর জেলায় র্যাব-১ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দুর্গোৎসব এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-১ এর আওতাধীন গাজীপুর জেলায় পর্যাপ্ত র্যাব সদস্য টহলে মোতায়েন রাখা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে র্যাব-১ কতৃক নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।
Leave a Reply