1. info@www.thedailynews.online : The Daily News :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট থেকে ঢাকা রুটে চালু হচ্ছে আন্তনগর ট্রেন “টাঙ্গুয়ার এক্সপ্রেস” রাজনগরের কেশর পাড়ায় বেপরোয়া ভাবে মোটরসাইকেল আরোহীর ধাক্কা লেগে এক স্কুল ছাত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দৈনিক স্বদেশ বিচিত্রার সাংবাদিক মোঃ আব্দুল মোমিন গুরুতর অসুস্থ অবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। কবিতা: জীবন যুদ্ধ -৪ সপ্তম বর্ষে ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’ বর্ণিল আয়োজনে ৬ষ্ঠ বর্ষপূর্তি উদ্‌যাপন আজ সমকালীন কবিতার রাজপুত্র স্টালিন শুভ’র জন্মদিন সশস্ত্র বাহিনী: শান্তি ও স্বাধীনতা রক্ষায় সর্বদা নিবেদিত: এনডিপি সিলেট জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে পর্যটক আধ্যাত্মিক নগরীর গল্প। কালিয়াকৈর উপজেলার ৬নং সূত্রাপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার সোসাইটির ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠনে আলোচনা সভা।

কুলাউড়ায় সাবেক এমপি ও শিক্ষানুরাগী এএনএম ইউসুফের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিতঃ শিক্ষা ও সমাজসেবায় ইউসুফ কিংবদন্তি বলেন বক্তারা

  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:
শ্রদ্ধা ও সন্মানে পালিত হল কুলাউড়ার সাবেক এমপি ও শিক্ষানুরাগী এএনএম ইউসুফের ১৪তম মৃত্যুবার্ষিকী।
সোমবার (২৩ অক্টোবর) কুলাউড়ায় উক্ত দিবসটি পালিত হয়। ইউসুফ ফাউন্ডেশন ও তাঁর পিতার নামে মরহুম প্রতিষ্ঠিত এমএ গণী কলেজ কতৃপক্ষের যৌথ উদ্যোগ কোরানখানি, এমএ গণী জুনিয়র স্কুল ও শিশু সদন প্রাংগনের মাযারে পুষ্পস্তবক অর্পণ, কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল,ছাএ-ছাএীদের মধ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতার মাধ্যমে মরহুমের কর্মের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়নের স্বগ্রামে এ কর্মসূচী পালিত হয়।
স্মরণসভায় বক্তাগণ মরহুমকে শিক্ষা ও সমাজসেবায় কিংবদন্তিতূল্য আখ্যায়িত করে বলেন,তাঁর প্রতিষ্ঠিত উল্লেখিত প্রতিষ্টান ছাড়াও কুলাউড়া কলেজ,লংলা আধুনিক কলেজ, সাগরনাল ফুলতলা শাহ নিমাএা কলেজ, সিংগুর – শাহজালাল হাই স্কুলদ্বয়,সাগরনাল কলাবাড়ী -রসুলপুর(ঢুলিপাড়া) জামে মসজিদদ্বয়, ঢাকায় মেট্রোপলিটান আইনজীবী সমিতি সহ অসংখ্য শিক্ষা- ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠান  প্রতিষ্ঠা করে চিরঞ্জীব হয়ে আছেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি ফারুক উদ্দিন আহমদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রবীনতম শিক্ষক খুরশিদ উল্লাহ। আলোচনায় অংশ গ্রহণ করেন সাবেক এমপি আঃ মতিন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক-কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জান সজল,লংলা আধুনিক কলেজের অধ্যক্ষ আতাউর রহমান,কুলাউড়া কলেজের সাবেক প্রিন্সিপাল একেএম শাহজালাল, স্হানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন,কলেজের সাবেক প্রিন্সিপাল শাহ আলম  সরকার,প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্কখ মোঃ মাসুদ,আবু সুফিয়ান প্রিন্স,বদরুল হোসেন খান, ফখরুল হোসেন ফখরু,ইউপি সদস্য ছযফুল আহমদ, কবির মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরহুমের ভাতুষ্পুএ- কলেজের অধ্যক্ষ এএনএম আলম। শিন্নী পর্বে অংশ গ্রহণ করেন মরহুম প্রতিষ্টিত কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ হান্নানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মরহুমের জৈষ্ঠ্য পুত্র সাবেক চেয়ারম্যান এড খালেদ লাখী। ইউসুফ ফাউন্ডেশনের চেয়ারপার্সন মরহুমের সহধর্মিনী আলহাজ্ব লুৎফুন্নাহার ইউসুফের পক্ষে পুত্র বিএনপি নেতা এড আবেদ রাজা, ব্যবসায়ী মুসা খাজা, যুক্তরাজ্য কমিউনিটি সংগঠক এড এএনএম ইসা সুজা, যুক্তরাষ্ট্রের কমিউনিটি সংগঠক এড আজম দ্বারা, কন্যা লতিফা বানু নাজির কর্মসচী সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  • © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট