মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রতিনিধি রাজনগর:
ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি
বর্বোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দুই নং উত্তরভাগ ইউ/পি ইসলামী সচেতন সংঘের উদ্যোগ ২০/১০ ২০২৩ ইং রোজ শুক্রবার বাদ জুমা।
নলুয়ার মুখ কালার বাজারে,
মোহাম্মদ আলী জামে মসজিদের সামন থেকে,
এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন
জনাব আব্দুর রহমান
প্রতিষ্ঠাতাকালীন
সাবেক সাধারণ সম্পাদক
২ নং উত্তরভাগ ইউ/পি
ইসলামী সচেতন সংঘ
উপস্থিত ছিলেন
ইসলামী সচেতন সংঘের সহ-সভাপতি
মোহাম্মদ জাকির হোসেন
এবং সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম বক্স। সাংগঠনিক সম্পাদক,
মোঃ শিহাব উদ্দিন(টনি)
এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক,
মোহাম্মদ সাইদুল ইসলাম(পাবেল)
সদস্য রুমনসহ আরও অনেকেই।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের
উপদেষ্টা মন্ডলীর সদস্য
সৈয়দ আবুল কালাম আজাদ, মোহাম্মদ সেলিম মিয়া,
মোহাম্মদ আখলিস মিয়া
ও শাহিন আলম
উপদেষ্টা মণ্ডলীর সদস্য
জনাব সরাফ উদ্দিন.নানু মিয়া.
এবং কালার বাজার জামে মসজিদের খতিব আব্দুল মালেক কামালপুর জামে মসজিদের কতিবসহ আরও অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায়,
বক্তারা বলেন ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর পৃথিবীর নিকৃষ্ট হত্যাকাণ্ড কে বন্ধ করতে হবে।
এবং একজন মুসলমান হিসেবে সকল ইসরাইলি পণ্যকে
বয়কট করে বিশ্ব মানচিত্রে
এ বার্তা পৌঁছাতে হবে বলে জানান
ইসলামিক সচেতন সংঘের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন
অত্র সংগঠনের
প্রতিষ্ঠাতা ও সভাপতি,
ইতালী প্রবাসী
জনাব
মোহাম্মদ গাউসুজ্জামান(গেন্দু)
তিনি বলেন এ সংগঠনটি প্রতিষ্ঠা কাল থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে,
তিনি আরো বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর আশ্রয় নেওয়া মানুষগুলো অন্যায় ভাবে ফিলিস্তিনিকে দখল করেছে।
হিটলারের গণ হত্যা থেকে
বাচতে কিছু সংখ্য ইহুদি সেদিন আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনে
আর ফিলিস্তিনিরা মানবিক কারনেই তাদেরকে জায়গা দিয়েছিল।
সেই থেকেই তারা জোরজবরদস্তি করে দখল করেছে ফিলিস্তিনের পবিত্র ভুমিকে।
এবং
মজলুম মুসলমানদের আক্রমণ করে তাদের হত্যা করতেছে
প্রতিনিয়ত।
অচিরেই এই বর্বরোচিত হত্যাকান্ড কে বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন ঘোষণা করতে হবে
বলে দাবি করেন।
অত্র আলোচনা সভায় সচেতন সংঘের সকল নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ছাত্র জনতা
এবং ধর্মপ্রাণ মুসল্লিয়ান,
সকলের মুখে একি বাণী
সুভা পায়
আমরা যুদ্ধ চাইনা,শান্তি চাই।
আমরা সব সময় শান্তির পথে।।
Leave a Reply