মোঃ আমির হোসেন:
বুধবার (১৮ই অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ জোরাপাম্প এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের পাশে
মদিনা গার্মেন্টস এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর দুর্ঘটনায় ঘটে।
সালনা হাইওয়ে থানা সূত্রে জানা যায় যে, নিহতের নাম মৃতঃ সাজেদা বেগম (৩০), সে পল্লীবিদুৎ এলাকার লিবার্টি গার্মেন্টসে নারী শ্রমিক হিসেবে চাকরি করেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ জোরা পাম্প এলাকায় ঢাকা টাঙ্গাইল মহসড়কের পাশে
মদিনা গার্মেন্টস এর সামনে ১৮ই অক্টোবর আনুমানিক ০৭:৪০ ঘটিকার সময় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা পিজি হাসপাতালে
পাঠালে পথেই মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন প্রকার বিশৃংখলার তথ্য পাওয়া যায়নি।
নিহতের স্বামী শামীম হোসেন
বাড়ি পাবনার আতাইখুলা উপজেলার কাছারপুর গ্রামে।
লিবার্ডি কারখানার সুইং অপারেটর পদে চাকরি করেন বলে জানা যায়।
Leave a Reply