মোঃ আব্দুল মোমিন উপজেলা প্রতিনিধি রাজনগর:
মৌলভীবাজারে নিখোঁজের তিন মাস পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি মিজানুর রহমান নামের এক আইনজীবীর। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বারবার দরনা দিয়ে ও আশার আলো দেখছেন না নিখোঁজের পরিবার। গত ১০ জুলাই বন্ধুর সাথে দেখা করবেন বলে বাড়ি থেকে মৌলভীবাজার শহরের উদ্দেশ্যে বেরিয়ে যান তরুণ আইনজীবী মিজানুর রহমান।
এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও মিলেনি তার সন্ধান। নিখোঁজ মিজান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ২ নং উত্তর ভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আবুল হাছানের বড় ছেলে। সন্তানকে ফিরে পেতে স্বজনদের আহাজারি। পরিবার সূত্রে জানা যায়, মিজান দেশের বাহিরে উচ্চশিক্ষার জন্য সিলেট শহরে একটি এজেন্সি কে ইউকে যাওয়ার জন্য প্রায় ১২ লক্ষ টাকা দেন। গত ১১ জুলাই এ্যাম্বাসি থেকে ভিসা সংগ্রহের কথা ছিল তার, কিন্তু এর আগের দিন নিখোঁজ হন আইনজীবী মিজান। এমন ঘটনায় পরিবারসহ প্রতিবেশীরাও হতবাক। এই নিখোঁজের ব্যাপারে মিজানের চাচা সাবেক ইউপি সদস্য জনাব মজনুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, রাজনগর থানা সহ মৌলভীবাজার ডিবি গোয়েন্দা এবং সিলেট র্যাব অফিস এ প্রত্যেক বিভাগে লিখিত অভিযোগ করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোন আইনশৃঙ্খলা বাহিনী সন্ধান দিতে পারেনি নিখোঁজ আইনজীবী মিজানের।
এ নিয়ে কথা হয় রাজনগর থানার ওসি বিনয়-ভূষণ রায় এর সাথে, তিনি বলেন সম্ভাব্য সকল বিষয় আমলে নিয়ে মিজানকে খুঁজে বের করার প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন টেকনোলজির সাহায্যে, এখনো তাদের কার্যক্রম অব্যাহত আছে বলে জানান। নিখোঁজ আইনজীবী মিজানুর রহমান ২০২১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট আদালতে এক সিনিয়র আইনজীবীর সাথে আইন পেশায় যুক্ত হন। নিখোঁজ আইনজীবী নিজানকে ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনী সহ প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কাছে জোর দাবি পরিবারের।
Leave a Reply