মোঃ উমর ফারুক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কালিয়াকৈর পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক শরিফ মন্ডল। সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি।
শুক্রবার চক্রবর্তীর শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ডেইলি নিউজ কে জানিয়েছেন তার পরিবার।
বাংলাদেশ দারিদ্র বিমোচন জাগ্রত সমিতির সভাপতি মোঃ আকছেদ আলী সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল প্রিয় নেতা শরীফ মণ্ডলকে হাসপাতালে দেখতে যান।
সারাদেশে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর। এডিস মশার কামড়ে হওয়া এই জ্বর ছড়াতে শুরু করেছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ৯২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। আক্রান্তদের মধ্যে ঢাকার ১৫০ জন এবং ঢাকার বাইরে ৯০ জন।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৯১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৪৮ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৪৬৮ জন।
এতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। সর্বমোট ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ২৮১ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৮১১ জন।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ১২০ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮০৬ জন ও ঢাকার বাইরে তিন হাজার ৩১৪ জন।
প্রসঙ্গত, সাধারণত বর্ষাকালে প্রতি বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
Leave a Reply