স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে কালিয়াকৈর উপজেলায় নয়টি ইউনিয়ন একটি পৌরসভা ও গাজীপুর ১ আসনের এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক সহ জনপ্রতিনিধিদের তাদের উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখায় এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
১৯ আগস্ট মঙ্গলবার উপজেলার হলরুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলি খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সরকার আব্দুল আলিম,সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি এম তুষারী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।
Leave a Reply