মোঃ মেহেদী হাসান, কুষ্টিয়া, দৌলতপুর উপজেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার, দৌলতপুর থানার, রিফাইতপুরে গড়ে উঠা গ্রুপ-২২ এর কিছু কার্যক্রম সত্যিই মানুষের নজর কেড়েছে। এই গ্রুপের সকল সদস্য প্রায় শিক্ষক তবে কিছু ব্যবসায়ী আছে। এদের চিন্তা-চেতনা অসাধারণ, অকল্পনীয়, মনোমুগ্ধকর। ইউরোনিয়ামের ন্যায় নিউক্লিয় চেইন বিক্রিয়ার মত সমস্ত ছড়িয়ে আছে গ্রুপ -২২
এর ধ্বংস নেই, আছে নতুন নতুন জন্ম।
কারন এরা চির বঞ্চিত হলেও চির সত্য।
নতুন নতুন চিন্তা চেতনার দ্বারা এরা উন্মোচন করে
হাজার হাজার স্বপ্নভাঙ্গা তরুণ- তরুণীর সঠিক পথের
দিকনির্দেশনা দেওয়ার কৌশল উদঘাটনে মরিয়া
অবহেলিত জনগোষ্ঠীর কিঞ্চিৎ দলিতমথিত নৃশংস ঘটনার সত্যতা নিশ্চিত করতে পাশে এসে
মাথা উঁচু করে দাঁড়িয়ে জীবন জীবিকা অনেকাংশেই পথ সুগম করে। মেধাবী শিক্ষার্থীরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া জন্য এদের পাঞ্জেরী গ্রুপ – ২২
এদের নিয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতি এবং পরবর্তী মিশন গুলো হৃদয়ের গভীরে কম্পন তুলে তাদের আশা আকাঙ্খা পূরণে সক্ষম এই প্রত্যয় তৈরিতে সহায়তা প্রদান করে এই গ্রুপ – ২২।।। ধন্যবাদ সকল সদস্য গ্রুপ -২২ এর। রাশেদ মাহমুদ খান
Leave a Reply