বিনোদন রিপোর্ট:
এপার বাংলায় শুটিং করতে এসে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার স্বীকার হয়েছেন বলে দাবি করেছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। ফলে জায়েদ খান অভিনীত ‘ছায়াবাজ’ সিনেমার কাজ সম্পন্ন না করেই নিজ দেশে চলে গেছেন টালিউডের এ নায়িকা।
গত ৩০ আগস্ট তাজু কামরুলের পরিচালনায় শুটিং করার জন্য ঢাকায় আসেন সায়ন্তিকা। ওই দিন বিকেলেই চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজার যান তিনি। সেখানে টানা কয়েকদিন শুটিং চলে ‘ছায়াবাজ’ সিনেমার।
এ পরিচালক আরও বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা কথা বলা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। অথচ সায়ন্তিকা কিন্তু কোথাও কোনো অভিযোগ করেননি। তিনি কোনো কথাও বলেননি।
Leave a Reply