মোঃ আব্দুল মোমিন- উপজেলা প্রতিনিধি রাজনগর।
মৌলভীবাজাররের রাজনগর উপজেলার ২ নং উত্তরভাগ ইউনিয়নের কেশর পাড়া গ্রামের বাসিন্দা অরুণ দাস, পেশায় একজন হত দরিদ্র কৃষক।
দুই কন্যা সন্তানের জনক, কৃষি কাজের উপর নির্ভর করে চলতে হয় অরুন দাসের ৪ সদস্যের পরিবারকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গত ২৬-৫ ২০২৩ ইং গভীর রাতে চুরি হয়ে যায় অরুন দাসের শেষ সম্বল হাল চাষের দুটি গরু। কান্নায় ভেঙ্গে পড়েন দুই কন্যা সন্তান ও অরুন দাসের সহধর্মিনী। এখন দুর্বিষহ জীবনযাপন করছেন এই কৃষক পরিবার। স্থানীয় প্রশাসনের কাছে দাবি অচিরেই দুর্বৃত্তদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আশা করেন অত্র এলাকার জনগণ।
Leave a Reply