মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রতিনিধি রাজনগর:
সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় রাজনগর উপজেলার ২ নং উত্তর ভাগ ইউনিয়নের চরার বাজার আশ্রয় কেন্দ্রে সর্বমোট ৩৩ টি হতদরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহ উপহার দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনাব, শাহজাহান খান।এবং দুই নং উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু দিগেন্দ্র সরকার চঞ্চল এবং স্থানীয় নেতৃবৃন্দ। সুবিধাবঞ্চিত মানুষগুলো বলেন এতদিন আমাদের মাথা গোজার ঠাই ছিল না, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে গৃহ নির্মাণ করে দিয়েছেন, আমরা সুখে-শান্তিতে বসবাস করতে পারতেছি বলে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। বর্তমানে এই ৩৩ টি পরিবারের মধ্যে সুখের বন্যা বইছে। বর্তমানে এই ৩৩ টি পরিবারের মধ্যে চালু করেছেন চরার বাজার আশ্রয়ন সমবায় সমিতি এখান থেকে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে বলে আশা করেন উপজেলা নেতৃবৃন্দ।
Leave a Reply